গোলাপবাগ মাঠ ছাড়িয়ে সড়কে বিএনপির নেতা-কর্মীরা

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ চলছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মীর ঢল নেমেছে এই সমাবেশ। গোলাপবাগ মাঠে জায়গা না হওয়ায় আশেপাশে বিভিন্ন রাস্তায় নেতা-কর্মীরা বসে পড়েছেন।
সমাবেশ চলাকালে সরেজমিনে সমাবেশের পার্শ্ববর্তী এলাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে, সায়েদাবাদ, মুগদা, মানিকনগর, কমলাপুর, গোপীবাগ, খিলগাঁও ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
গতকাল বিকালে সমাবেশের অনুমতি পাওয়ার পর পরেই সমাবেশস্থল রাজধানীর গোলাপবাগ খেলারমাঠ অভিমুখে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলে দলে মানুষ সমবেত হয়। শনিবার সকালে দলে দলে মিছিল আসে সমাবেশস্থলে। সেখানে জায়গা না হওয়ায় আসে পাশের বিভিন্ন রাস্তায় বসে পরে নেতা-কর্মীরা।
সায়েদাবাদ মোড়ে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান ও মিছিল দিতে দেখা গেছে এবং রাস্তার দুপাশে নেতা-কর্মীদের বসে থাকতেও দেখা গেছে।
দলটির নেতা-কর্মীরা বলছেন, এটা ঢাকা বিভাগীয় গণসমাবেশ বলা হলেও মূলত জাতীয় সমাবেশে রূপ নেবে। যদি সরকার তালবাহানা না করতো তাহলে সারা ঢাকা নেতাকর্মী দিয়ে ভোরে যেত। তারা মনে করেন, দীর্ঘদিন ক্ষমতাসীন দলের চাপে কোণঠাসা বিএনপির জন্য সমাবেশটি গুরুত্বপূর্ণ।
সকাল ৮টার আগেই গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে নেতা-কর্মীদের একটি বড় অংশই বসে পড়েছেন আশপাশের সড়কে।
বিএনপির এই সমাবেশ কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে নিরাপত্তার স্বার্থে রাজধানীতে প্রায় ৩২ হাজারও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে।
কেএম/আরএ/
