খণ্ড খণ্ড মিছিলে সমাবেশে আসছেন বিএনপি নেতা-কর্মীরা
নিজেদের অবস্থান জানান দিতে ও বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গোলাপবাগ মাঠে হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে।
বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতরাত থেকে অনেক নেতা-কর্মী সমাবেশস্থলে জড়ো হন এবং সারারাত তারা অবস্থান করেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) নানন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতি পায় দলটি। এরপর ঢাকার বাইরে থেকে দলের নেতা-কর্মীরা সমাবেশ স্থলে আশ্রয় নেয়।
বিএনপির পূর্ব ঘোষিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির বিশেষ সম্পাদক, আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা মীর শরাফত আলী সপু, বেলাল আহমেদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, হাবিবুর রশিদ হাবিব, ইশতিয়াক আজিজ-উলফাৎ, সাদেক খান, রফিকুল আলম মজনু, আমিনুল হক, আব্দুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী মিল্টন, সাধারণ সম্পাদক রাজীব আহসান।
জানা গেছে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
এমএইচ/কেএম/আরএ/