গণসমাবেশ কাল, এখনো গ্রেপ্তার আতঙ্কে বিএনপি নেতা-কর্মীরা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সমাবেশে উপস্থিতি যাতে কম হয় সেজন্য সরকার ভয়-ভীতি দেখাচ্ছে। আর একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন আলোচনার কথা বলে পরবর্তীতে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে। আজকে এই সারিতে আমাদের যাদেরকে দেখছেন কালকে মঞ্চে গেলে আপনারাও হতাশ হতে পারেন, ওই মঞ্চ এরা কেউ নাই। অনুরূপ ঘটনা সরকার আমাদের উপরও করতে পারে এই আশঙ্কা আমাদের মধ্যে আছে। তারপরও জনগণের জনসভা জনগণ সফল করবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গণসমাবেশের প্রধান উপদেষ্টা মির্জা আব্বাস ও প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক, দলের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, নয়াপল্টন এলাকা অবরুদ্ধ রেখে শেষ পর্যন্ত সরকারের কথায় কি আপনারা গোলাপবাগে সমাবেশ করছেন, নাকি আপনাদের পছন্দ জায়গায় করছেন, দলের নেতা-কর্মীদের কী বার্তা দেবেন এমন প্রশ্নে খন্দকার মোশাররফ হোসেন বলেন, গোলাপবাগ পুলিশের দেওয়া স্থান নয়, আমাদের প্রস্তাবিত স্থান। গতকাল রাতে মির্জা আব্বাস পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে এই মাঠের প্রস্তাব দিয়ে গেছেন। আজ আমাদের প্রস্তাবটি দলের একটি প্রতিনিধিদল লিখিত আকারে আবেদন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের প্রধান অনুমতি দিয়েছেন। বিএনপির প্রস্তাবে তারা সম্মতি দিয়েছেন।
গণসমাবেশে প্রধান অতিথি এবং সভাপতিত্ব কে করবেন জানতে চাইলে তিনি বলেন, ঢাকার বিভাগীয় গণসমাবেশ এখন আর আমাদের বিএনপির নয়, এটা জনগণের সমাবেশে পরিণত হয়েছে। কাজেই সমাবেশে কে থাকলাম আর কে থাকলাম না সেদিকে ভ্রুক্ষেপ না করে দৃঢ় প্রতিজ্ঞ জনগণ শান্তিপূর্ণভাবেই তাদের গণসমাবেশ সফল করবে।
ঢাকাসহ সারা দেশে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে মহড়া দেওয়া হচ্ছে, গণসমাবেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে এ বিষয়ে মোশাররফ বলেন, আমাদের নেতা-কর্মীরা কোনো ভায়োলেন্স তৈরি করবে না। আমরা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ সফল করতে প্রস্তুত। কিছু করলে সরকার করবে, সেক্ষেত্রে দায়ভার সম্পূর্ণ সরকারের উপরই।
এসময় আগামীকাল গণসমাবেশে ঢাকাবাসীসহ যারা যারা আমাদের সঙ্গে আগামী দিনে যুগপৎভাবে আন্দোলনে শরিক হবেন সবাইকে গণসমাবেশে উপস্থিত হয়ে মনের ভাব প্রকাশ করতে আহ্বান জানান তিনি।
মোশাররফ হোসেন বলেন, গণসমাবেশে আমরা ১০ দফা ঘোষণা করব। আশা করি সমমনা রাজনৈতিক দলগুলো ১০ দফা সমর্থন করবেন এবং যার যার অবস্থান থেকে যুগপৎভাবে অংশগ্রহণ করবেন।
আপনারা অনুমতি চেয়ে আবেদন করেছেন ডিএমপি কমিশনার বরাবর কিন্তু অনুমতি দিয়েছে ডিবি প্রধান এ বিষয়টা কীভাবে দেখছেন এমন প্রশ্নে তিনি বলেন, ডিবি প্রধান বলেছেন অনুমতি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।
এমএইচ/এসজি