পুলিশি বাধায় দলীয় কার্যালয়ে যেতে পারেননি মির্জা ফখরুল
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বাধার সম্মুখীন হয়ে নাইটেঙ্গল মোড় থেকে ফিরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মির্জা ফখরুল নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার উদ্দেশে নাইটেঙ্গেল মোড়ে এসে পৌঁছান। তখন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, ‘সরি সরি স্যার, ভেতরে যেতে দিতে পারছি না।’
এদিকে সকাল থেকেই নয়াপল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। তবে পল্টনের আশাপাশের এলাকার পরিস্থিতি ছিল স্বাভাবিক।
নাইটেঙ্গেল মোড় থেকে নয়াপল্টন হয়ে আরামবাগ মতিঝিলের দিকে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে।
পল্টান এলাকা ও বিএনপির কার্যালয়ের আশপাশে ঘুরে দেখা যায়, রাস্তায় যানচলাচল স্বাভাবিক। তবে অন্য দিনের তুলনায় পরিবহনের সংখ্যা ছিল কম। ফকিরাপুল অভিমুখে বিএনপি কার্যালয়ের রাস্তাটির প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। কার্যালয়ের প্রতিটি গলিতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কার্যালয় এলাকার সব দোকানপাট বন্ধ। নয়াপল্টনের প্রতিটি গলির মুখে ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে।
নাইটেঙ্গেল মোড় থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধুমাত্র গণমাধ্যমকর্মীদের পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তাদের পরিচয় দিয়ে যেতে হচ্ছে।
এসএন