রাজশাহীতে বিএনপির সমাবেশস্থলে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন
রাজশাহীতে নির্ধারিত সময়ের আগেই বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এরপর বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে আছেন বিএনপির জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকাল থেকেই সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল নেমেছে। এদিকে সকাল ৯টার পর থেকে সমাবেশস্থলের আশেপাশে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের লোকজন।
সমাবেশস্থলে আসা বিএনপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নেটওয়ার্ক না থাকায় তারা সমাবেশের কোনো খবরাখবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারছেন না। কেউ কারো সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না। এ ছাড়া গণমাধ্যমকর্মীরাও নিরুপায় হয়ে পড়েছে নেটওয়ার্ক না থাকায়। এতে তারা সমাবেশের আসল চিত্র দেখাতে পারছেন না জনগণকে।
রাজশাহীর তানোর থেকে আসা সুমন আকতার নামে এক কর্মী বলেন, মিছিলের লাইভ করার ইচ্ছা থাকলেও নেটওয়ার্ক না থাকায় তা সম্ভব হয়নি। তাদের সমাবেশের প্রকৃত চিত্র যেন দেশবাসী দেখতে না পারে তাই ইচ্ছা করেই এমন অবস্থা তৈরি করা হয়েছে।
বিভিন্ন জায়গা থেকে আসা আরও কয়েজন কর্মী বলেন, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। পরিবহন ধর্মঘট উপেক্ষা করেও সমাবেশস্থলে পৌঁছেছেন তারা। কিন্তু সমাবেশস্থলে এসে নেটওয়ার্ক না থাকায় আরও ভোগান্তিতে পড়েছেন।
তবে নেটওয়ার্ক না থাকায় শুধু বিএনপি নেতা-কর্মীরাই নয়, চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ছাড়া চিন্তাই করা যায় না। অনেকেই এটিকে ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন’ বলেও মন্তব্য করেছেন। তাদের দাবি শুধু সমাবেশস্থলেই নয় শহরের অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই। প্রতিদিনের প্রয়োজনীয় যোগাযোগ করতে পারছেন না তারা।
বিএনপির বিভাগীয় এ সমাবেশের খবর সংগ্রহ করতে রাজশাহীর মাদরাসা মাঠে গণমাধ্যমকর্মীরা জড়ো হয়েছেন। ঢাকাপ্রকাশ-এর রাজশাহী প্রতিনিধি মাহাবুল ইসলাম জানান, সমাবেশস্থলের আশেপাশে কোথাও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এ কারণে চরম ভোগান্তির হচ্ছেন গণমাধ্যমকর্মীরাও। সমাবেশস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে নিউজ পাঠাতে হচ্ছে।
এ ছাড়া ঢাকাপ্রকাশ-এর আরেক প্রতিনিধি শামীনূর রহমান জানান, শহরের বাইরে গিয়ে খবর পাঠাতে হচ্ছে গণমাধ্যমকর্মীদেরও। সমাবেশস্থল থেকে এ কারণে লাইভ করাও সম্ভব হচ্ছে না।
জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের উপর হামলা-মামলা, হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়ার দাবিতে রাজশাহীতে আজ বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।
এসএন