‘ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শতাধিক নেতা গ্রেপ্তার’
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে মহানগর দক্ষিণ বিএনপির শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু।
শুক্রবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্ব।
তারা বলেন, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে গণগ্রেপ্তার চালাচ্ছে পুলিশ। গত ১ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ ডিসেম্বর) পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, নিউমার্কেট থানা বিএনপির নেতা হারুন হাওলাদার, ১৮নং ওয়ার্ড বিএনপি নেতা লোকমান হোসেন, মোহাম্মদ বাবুল, লালবাগ থানাধীন ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা ফয়সাল হোসেন মিন্টু, আজহার উদ্দিন, বাবু, আলী আজম, ওয়ারী থানার ৪১নং ওয়ার্ড বিএনপি নেতা মো. টিটু, শ্যামপুর থানাধীন ৫১নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম, ৩৯নং ওয়ার্ড বিএনপি নেতা এম এ হান্নান, যাত্রাবাড়ী থানার ৪৯নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আমির, নয়ন, বংশাল থানার ৩৪নং ওয়ার্ড বিএনপি নেতা মো. রনি, সুমন পারভেজ, মো. শিপলু, চকবাজার থানার ২৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, বিএনপি নেতা আশরাফ, জাবেদ, শাকিল, ডেমরা থানার ৬৪ (পূর্ব) ওয়ার্ড বিএনপি নেতা মো. রাজিব, শারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. কবির খাঁন, কদমতলী থানার ৬১নং ওয়ার্ড বিএনপি নেতা মো. খোকনসহ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নেতারা অবিলম্বে উল্লিখিত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
এমএইচ/এসজি