পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশের মুখপাত্র হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এত বড় কথা বললেন, আর বলবেনই না কেন? তারা বেহেশতে হুর-পরীবেষ্টিত থেকে আবোল তাবোল বলছেন।
রিজভী বলেন, তাদের এক মন্ত্রী বলেছেন এটা তাদের দলের নয়, ব্যক্তিগত কথা। কিসের ব্যক্তিগত কথা, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী একের পর এক ফাউল কথা বলে যাচ্ছেন, দেশের সার্বভৌমত্ব গণতন্ত্রকে তলানিতে নিয়ে যাচ্ছে। আর আপনারা বলছেন ব্যক্তিগত। তাকে তো সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত ছিল। কিন্তু আপনারা তা করছেন না। কারণ তাকে আপনাদের দরকার আছে। আপনাদের এবং প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটছে তার বক্তব্যের মধ্যে দিয়ে।
শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত স্বাধীনতার পর থেকে গণতন্ত্র চর্চা করেছে। আমার বিশ্বাস তারা সেই ভুল করবেন না। এর আগে ২০১৪ নির্বাচনে সুজাতা সিংকে পাঠিয়েছে শেখ হাসিনার পক্ষে এরশাদকে রাজি করানোর জন্য।বিশ্ব দেখেছে কিছুটা হলেও ভারতের মান ক্ষুণ্ণ হয়েছে।
তিনি বলেন, সার্বভৌমত্বকে দুর্বল করার আশঙ্কা থাকলেও নিজেদের স্বার্থে তারা সবকিছুই করতে পারে। এর আর একটা কারণ আছে এই মোমেন সাহেব ছাত্র অবস্থায় আইয়ুব খানের ছাত্র সংগঠন করতেন। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করতেন। এখন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তার অতীতের যে নীতি সে নীতির সঙ্গে আওয়ামী লীগের নীতি মেলে না। তাই নিজেকে বড় আওয়ামী লীগার প্রমাণ করার জন্য এসব কথা বলছেন।
এসএন