পররাষ্ট্রমন্ত্রী এখন বেহেশত থেকে বাণী দিচ্ছেন: রিজভী
সরকারকে টিকিয়ে রাখতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভারতের সহায়তা চাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তার মানেই হচ্ছে জনগণের সমর্থন নেই। পররাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে দিয়ে প্রমাণ হয়, শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। পররাষ্ট্রমন্ত্রী অজান্তে কিছু সত্য কথা বলেছেন। কয়েকদিন আগে বলেছেন বেহেশতের কথা। এখন তিনি বেহেশত থেকে বাণী দিচ্ছেন। সেখান থেকে তো মিথ্যা কথা বলা যায় না, কথাও অগ্রাহ্য করা যায় না।’
তিনি বলেন, সরকার সম্পর্কে বিএনপির মূল্যায়ন এবং দেশপ্রেমিক জনগণ ও প্রগতিশীল শক্তির মূল্যায়ন একইরকম। সরকারের মন্ত্রীরাই অক্ষরে অক্ষরে সেটা প্রমাণ করছেন। একইসঙ্গে খালেদা জিয়া এই অনির্বাচিত সরকারকে লেন্দুপ দর্জির সঙ্গে তুলনা করে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আরও প্রমাণ হয় যে খালেদা জিয়াই ছিলেন সঠিক।’
শুক্রবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন রিজভী।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠেছি। আমরা জনগণকে বিশ্বাস করি। জনগণকেই মনে করি সব ক্ষমতার উৎস। যে কথা জিয়াউর রহমান বলে গেছেন, খালেদা জিয়া বলতেন এবং তারেক রহমান বলছেন। আমাদের অন্য কোনো শক্তি নেই। আমরা এই দেশে সরকার গঠন থেকে সব কিছুতে জনগণের শক্তিকেই ভিত্তি মনে করি। সে কারণে আমরা স্বচ্ছ অবাধ সুস্ঠু নির্বাচনের কথা বলছি- অন্য কারো কাছে যাইনি ধর্ণা দেইনি যে, আমাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবকিছু হারিয়েছে, এরা জনগণকে ত্যাজ্জ করেছে বলেই তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে অন্যের কাছে যাচ্ছে। এদেশের মানুষের কাছে যাওয়ার তাদের মুখ নেই। তারা গণতন্ত্রকে কবর দিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে কবর দিয়েছে। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায় কী ভয়ঙ্কর রকম দুর্বল করা হয়েছে এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে।
রিজভী বলেন, ‘জনগণের শক্তি ও জনগণ যে ক্ষমতার উৎস সেটার উপর বিশ্বাস করেই আমাদের আন্দোলন চলমান। একজন নেতা মাহবুবউল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার পায়ের নিচে কংক্রিটের ভিত্তিভূমি আছে। অথচ আমরা তো শেখ হাসিনার উন্নয়নের কংক্রিট দেখেছি। তারা কংক্রিটের যে দালান তৈরি করেছেন সেখানে রডের বদলে বাঁশ থাকে সুতরাং যেকোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। অপপ্রচার অসত্য কথা বলে লাভ হবে না। আপনারাই (মাহবুবউল আলম হানিফ) প্রমাণ করছেন আপনাদের নেত্রী বা সরকারের পায়ের নিচে মাটি নেই।’
বিএনপির এ নেতা বলেন, সরকার দেশকে বিপদজনক পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যেই এটি পরিষ্কার। সেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়েই এ লড়াই করা হবে বলে জানান রিজভী।
এসএন