সরকারের দিন ফুরিয়ে এসেছে: মির্জা ফখরুল
বর্তমান সরকারের সরকারের দিন ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এই সরকার মিথ্যা মামলায় অসুস্থ অবস্থায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আটক রেখেছে। মিথ্যা মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে। সারাদেশে অত্যাচার নির্যাতন চালিয়ে এই সরকার ক্ষমতায় টিকে আছে। ক্ষমতায় থাকতে হলে হত্যা গুম খুন মিথ্যা মামলা দিয়ে থাকতে হবে।’
সোমবার (৮ আগস্ট) নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি দুই দিনের কর্মসূচিও ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আজকে এই যুব সমাবেশে প্রমাণ হয়েছে তাদের সময় ফুরিয়ে এসেছে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা আর সম্ভব হবে না। যুব সমাজের আত্মত্যাগ ও গণআন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’
দেশের চলমান সংকটের মূলে রয়েছে এই সরকারের দুর্নীতি মন্তব্য করে তিনি বলেন, ’এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে শুধু মাত্র মিথ্যার উপর টিকে আছে।’
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম হত্যা এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কেন্দ্রীয় যুবদল।
আয়োজক সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, রফিকুল আলম মজনু, আমিনুল হক, সাইফুল আলম নিরব প্রমুখ।
এমএইচ/এমএমএ/