আমাদের মনে হয় সীমানা নির্ধারণ হয়ে গেছে: মির্জা আব্বাস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের মনে হয় সীমানা নির্ধারণ হয়ে গেছে। সীমানা হয় প্রেস ক্লাব না হয় পার্টির কার্যালয়ের সামনে। আমরা যদি এই সীমানার বাইরে যেতে না পারি তাহলে এই সরকারের পতন হবে না।
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যা এবং জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (৮ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে কেন্দ্রীয় যুবদল।
আয়োজক সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
তিনি বলেন, বিএনপি যদি শক্তভাবে রাস্তায় দাঁড়িয়ে যায় তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। এটা শুধু সময়ের ব্যাপার।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ভয়ের কিছু নাই। তোমরা রাজপথে আন্দোলনে নামলে আমরাও রাস্তায় থাকব। সীমানার গণ্ডির বাইরে গিয়ে মিছিল করব। আমাদেরকে এর বাইরে বেরিয়ে আসতে হবে, মিছিলে নামতে হবে, হরতালে যেতে হবে, অবরোধে যেতে হবে-তাহলে সরকারের পতন ঘটবে, নইলে এই সরকারের পতন হবে না। অনেক কথা বললাম। আর কিছু বলতে চাই না। ইনশাল্লাহ রাজপথে আপনাদের সঙ্গে দেখা হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে সরকার ইচ্ছেমতো রাতের আঁধারে বিদেশে ডলার পাচার করছে, মানুষের পকেট কাটছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।
এমএইচ/এসজি/