ঢাকায় বিএনপির সমাবেশ কর্মসূচি ঘোষণা
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় অংশ নিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিএনপি সারাদেশে শোক পালন করবে, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখবে, এবং কালো পতাকা উত্তোলন করবে। ৬ আগস্ট ছাত্রদল ঢাকায় সমাবেশ করবে। ৭ আগস্ট কৃষকদল ঢাকায় সমাবেশ করবে। ৮ আগস্ট যুবদলের উদ্যোগে ঢাকায় সমাবেশ করা হবে। ১০ আগস্ট শ্রমিক দল ঢাকায় সমাবেশ করবে। পরবর্তী কর্মসূচি আমরা পরে সময়ে ঘোষণা করব।’
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে ছাত্রদল নেতা নুরে আলমের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের গুলিতে নিহত নুরে আলম ও আব্দুর রহিমকে আল্লাহ বেহেশত নসিব করুন এই দোয়া করছি। আমরা যেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, রক্তের প্রতিশোধ নিতে পারি সেই তৌফিক দেন আল্লাহ তায়ালা দেন এই দোয়া করি।’
জানাজা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া, হুইল চেয়ারে বসে জানাজায় অংশ নেন গণস্বাস্থ্য ট্রাস্ট্রিবোর্ডের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এদিকে, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজাকে কেন্দ্র করে সকাল ৮টা থেকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে। বেলা ১২টা ৪৫ মিনিটে নুরে আলমের মরদেহ দলের কার্যালয়ের সামনে নিয়ে আসা হলে এক হৃদয়বিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরদেহের সামনে কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। বেলা ১২টা ৫৫ মিনিটে ছাত্রদল নেতা নুরে আলমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদ;স্য আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিজভীসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এমএমএ/