আওয়ামী দুঃশাসন অবসানের আলামত ফুটে উঠছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী সরকার দীর্ঘকাল দেশে স্বৈরাচারী শাসন কায়েম রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করা যেন সরকারের রুটিন কর্মসূচিতে পরিণত হয়েছে। বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের করা এবং গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের উপর শোষণ-নির্যাতন অব্যাহত রাখা।’
শনিবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের উপর বর্তমান অবৈধ সরকারের চলমান নিপীড়ণ-নির্যাতনেরই অংশ। সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে আওয়ামী দুঃশাসন অবসানের আলামত ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে। এই সরকার আর বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। জনগণের বিজয় হবেই।’
অবিলম্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।
এমএএইচ/এমএমএ/