আমরা অফিশিয়ালি কোনো প্রার্থী ঘোষণা করিনি: জামায়াত আমির
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা অফিশিয়ালি এখনো কোনো প্রার্থী ঘোষণা করিনি। এটা আমাদের প্রাথমিক বাছাই।’
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের দরগাহ গেটের শহীদ সুলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বর্তমান পরিস্থিতি নির্বাচন দেওয়ার মতো নয় জানিয়ে তিনি বলেন, ‘কিছু মৌলিক সংস্কার করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। এ অবস্থায় নির্বাচন দিলে এটি হবে নির্বাচনের গণহত্যা।’
সম্প্রতি দলের প্রার্থী ঘোষণা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা অফিশিয়ালি এখনো কোনো প্রার্থী ঘোষণা করিনি। এটা আমাদের প্রাথমিক সিলেকশন। নির্বাচন বহু সামনে রয়ে গেছে। অনেক দূর। ইলেকশন যখন কাছে আসবে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তখন যাদের বিভিন্ন আসনে মনোনয়ন হবে তারাই প্রার্থী হবেন।’
চলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে নির্বাচিত সরকার না এলে পরিসমাপ্তি হবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সব সময় সঠিক না। নির্বাচিত সরকার বলেই তো যারা (আওয়ামী লীগ) ১৫ বছর ছিল, তারাই দেশের এই অবস্থা বানিয়েছে। সে কারণে নির্বাচিত সরকার হলেই যে ভালো সরকার হয়ে যাবে এটা বলা যাবে না।’
তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, ভালো সরকার হতে হলে ভালো মানুষের ধারা গঠিত সরকার হতে হবে। এ জন্য অতীত যার ভালো, বর্তমান যার ভালো, আশা করা যায় ভবিষ্যৎ তার ভালো হবে।’
নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে কি না প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন তো আমরা সবাই চাই। পরিবেশ তো তৈরি করতেই হবে। তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি। মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় এটি নির্বাচনের গণহত্যা হবে। আমরা এটা চাই না। বরং গণহত্যার পর এখন একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন।’
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)