অনুসন্ধান কমিটিতে নাম দেওয়া তামাশা ছাড়া কিছুই না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'নির্বাচন কমিশন গঠনের জন্য অনুসন্ধান কমিটির নিকট নাম দেওয়া সম্পর্কে স্পষ্টভাবে আমরা (বিএনপি) মনে করি জনগনের ম্যান্ডেটবিহীন অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। ২০১৪ সাল ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার গুলোর নির্বাচনে সত্য প্রমাণিত হয়েছে।'
ফখরুল বলেন, 'বিএনপি তারই প্রেক্ষাপটে মনে করে এখন অনুসন্ধান কমিটির নাম প্রেরণ এবং নির্বাচন কমিশন গঠন একেবারেই অর্থহীন। বিএনপি বিশ্বাস করে ক্ষমতাকে কুক্ষিগত রাখার নীল নকশার অংশ হিসেবে পুনরায় নির্বাচন কমিশন গঠনে সরকারি তৎপরতায় সেই চক্রান্তের অংশ।'
'বিএনপি মনে করে বৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর এবং নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালনায় গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠায় বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।'
বুধবার (১৬ফেব্রুয়ারি) বিকালে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটিতে নাম দেওয়া পুরোপুরি তামাশা ছাড়া কিছুই নয়। কারণ তারা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য একই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন এবং একই পদ্ধতিতে সেখানে নির্বাচন নিয়ন্ত্রণ করা হবে।'
তিনি বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা হলো 'ভূতের মুখে রাম নাম' তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অতীতে তাদের সঙ্গে সংলাপ করেছি সেখানে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। তারা সত্যের অপলাপকারী হিসেবে চিহ্নিত হয়েছে। মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।
'আমরা মনে করি একমাত্র নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না।'
প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বৃহত্তম ঐক্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে খুব শীঘ্রই তা আপনারা জানতে পারবেন।'
বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও সরকারের শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপ ফাঁস হওয়া এবং সেই পরিপ্রেক্ষিতে মন্তব্য এবং ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে বিএনপি মনে করে নির্দোষ ফোনালাপ বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আইনমন্ত্রী ফোনালাপকে সত্যতা স্বীকার করেছেন সেহেতু এই আলাপের বিষয়বস্তু অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং ফোনালাপে আলোচিত বিষয় সমূহ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত, জনগণের কাছে তুলে ধরা এবং জবাবদিহিতা অত্যন্ত জরুরী। অবিলম্বে এই ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে শুধু তদন্ত নয় ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের জন্য আহবান জানাচ্ছি নিরপেক্ষ তদন্ত দাবি করছি।'
এমএইচ/এএস