প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করায় বিএনপি’র যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) এই অভিযোগ দায়ের করেন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরুদ্দীন আহমেদ ও বিজয় ৭১ হলের ফুয়াদ হোসেন শাহাদাত।
অভিযোগে তারা উল্লেখ করেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখতে পান। সরকার ও দেশের জনগণের জন্য বিষয়টি হেয়প্রতিপন্ন ও মানহানিকর।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে কথা বলতে মোয়াজ্জেম হোসেন আলালকে ফোন করা হলে তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর জানান আলাল এই মুহুর্তে চিকিৎসার জন্য ভারতে আছেন।
এনএইচ/এএস
