শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলব: সারজিস আলম

ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের গ্রামে গ্রামে জনসংযোগ চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি দলীয় পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে তুলে ধরেন।
ঢাকাপ্রকাশের পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
নতুন এ পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলব। আমাদের এ যাত্রা অসীমের অন্তে।
জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্নগুলো নিয়ে গ্রামগঞ্জ, হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শিগগিরই।
জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে সরকারের কাছে জনগণের আজকের দাবি—
সিন্ডিকেট করে চায়ের ন্যায্য মূল্য থেকে চা চাষীদের বঞ্চিত করাকে বন্ধ করতে হবে। চা চাষিরা কতিপয় ব্যবসায়ীদের হাতে আর জিম্মি হয়ে থাকতে চায় না।
গুরুত্বপূর্ণ স্থানীয় কাঁচা সড়কগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুততম সময়ে পাকা করতে হবে।"
সারজিস আলমের এই বক্তব্য তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
