নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী । ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন কমিশন যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে, তাহলে আগামী ডিসেম্বর নয়, বরং জুন-জুলাই মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। তবে এ নিয়ে অনর্থক গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে।
শুক্রবার (৭ মার্চ) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত রাজশাহীর নেতাকর্মী এবং চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রিজভী বলেন, "আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এ সরকারকেই জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।"
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং সরকারের সদিচ্ছা থাকে, তবে যথাসময়ে নির্বাচন আয়োজন সম্ভব। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব খাটানো হলে তা জনগণের ভোটাধিকার হরণ করবে এবং অনাস্থার সৃষ্টি করবে।"
