নিজের কেনা বুলডোজারেই গুঁড়িয়ে গেল সাদিক আবদুল্লাহর পারিবারিক বাড়ি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর কালীবাড়ি রোডের পারিবারিক বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শিক্ষার্থীদের বিক্ষোভের পর বরিশালে সাবেক মন্ত্রী ও এমপিদের বাসভবন ভাঙার উদ্যোগ নেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরিস্থিতি আঁচ করতে পেরে সেনা সদস্যরা হাসানাত আব্দুল্লাহর বাসভবনের প্রবেশপথে অবস্থান নেন।
রাত পৌনে ১২টার দিকে ছাত্র-জনতা সেখানে পৌঁছে। প্রথমে সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে পিছু হটে। এরপর বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে হাতুড়ি ও শাবল দিয়ে বাড়ি ভাঙতে শুরু করে। রাত ১২টার দিকে একটি বুলডোজার এসে পৌঁছালে সেনা সদস্যরা এর চাবি নিয়ে নেয়। তবে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ছাত্রদের কাছে সেটি ফেরত দেওয়া হয়। পরে মাত্র ৪০-৪৫ মিনিটের মধ্যেই বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, পারিবারিক কোটায় মনোনয়ন পাওয়া এবং বিতর্কিত নির্বাচনে মেয়র হওয়া হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের জন্য যে বুলডোজার এনেছিলেন, সেই একই বুলডোজারেই গুঁড়িয়ে দেওয়া হয় তার পৈতৃক বাড়ি। একইসঙ্গে তার মা সাহান আরা বেগমের নামে প্রতিষ্ঠিত একটি শিশু পার্কও ধ্বংস করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১৮ সালে মেয়র হওয়ার পর সাদিক আবদুল্লাহ নগরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এই বুলডোজার সংগ্রহ করেছিলেন। যদিও অভিযোগ রয়েছে, এটি মূলত রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, যেখানে বিএনপি নেতাদের পাশাপাশি ছাত্রলীগের নগর সভাপতি জসিমউদ্দিনও ছিলেন। সবশেষ সেই একই বুলডোজারেই নিজের পারিবারিক বাড়ি এবং মায়ের নামে গড়া পার্ক ভাঙার নজির সৃষ্টি হলো।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)