আ. লীগের মন্ত্রী-এমপিদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ‘আপা’ নামে যুক্ত শেখ হাসিনা
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি দলটির শীর্ষ নেতাদের মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং সাবেক মন্ত্রী ও এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও গঠন করা হয়েছে।
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর শেখ হাসিনাসহ দলের নেতারা ভারতে আশ্রয় নেন, আর যারা দেশে ছিলেন তারা গ্রেপ্তার হন বা আত্মগোপনে চলে যান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গত ২৪ জানুয়ারি এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সাবেক মন্ত্রী ও এমপিদের সঙ্গে কথা বলা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সাবেক এমপি নাহিম রাজ্জাক জানান, ৩০-৪০ জন সাবেক মন্ত্রী ও এমপি বর্তমানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। এ গ্রুপে শেখ হাসিনাও "আপা" নামে যুক্ত আছেন।
নাহিম রাজ্জাক আরও বলেন, এসব নেতারা দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান, তবে পরিস্থিতি এমন যে, দেশে ফিরে নির্বাচনের দাবি জানালে তাদের গ্রেপ্তার করা হতে পারে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও দেশে সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে এখনই রাজনীতিতে সক্রিয় হওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, "এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাদের বেশিরভাগের জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে এবং তারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় রয়েছেন।"