ভোটের মাঠে ইসলামের পক্ষে একটিই বাক্স পাঠানোর প্রত্যয়
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। বহুদিন পর জামায়াতের শীর্ষ নেতা বরিশালের চরমোনাই সফর করেন। মঙ্গলবার দুপুরে চরমোনাই মাদ্রাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের আগে জামায়াতের আমির বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরে চরমোনাই জামিয়া রশিদিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। তিনি মাদ্রাসার কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। দুপুরে মাদ্রাসার মেহমানখানায় মধ্যাহ্নভোজের পর দুই নেতা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। তিনি উল্লেখ করেন, দুই দলই এ বিষয়ে একমত। এছাড়া তিনি ইসলামি দলগুলোর ঐক্য প্রসঙ্গে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কেন্দ্রে যেন একটি মাত্র ভোট বাক্স থাকে এবং তারা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
চরমোনাইর পির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলাম ও মানবতার পক্ষে সবাইকে একত্রিত হয়ে কাজ করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৈঠকে আলোচনার বিষয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান, দুই নেতা দেশের বর্তমান পরিস্থিতি এবং ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার বিষয়ে একমত হয়েছেন। তাদের মতে, গত ৫৩ বছরে দেশের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে এবং জাতি নতুন পরিবর্তন চায়।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গে আশরাফ আলী উল্লেখ করেন, দুই দলই মনে করে যে এখন কোনোভাবে যেনতেন নির্বাচন করার সুযোগ নেই। এই ঐতিহাসিক বৈঠকটি দুই দলের নেতাদের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে উল্লেখ করা হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। বহুদিন পর জামায়াতের শীর্ষ নেতা বরিশালের চরমোনাই সফর করেন। মঙ্গলবার দুপুরে চরমোনাই মাদ্রাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের আগে জামায়াতের আমির বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশগ্রহণ করেন এবং পরে চরমোনাই জামিয়া রশিদিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। তিনি মাদ্রাসার কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। দুপুরে মাদ্রাসার মেহমানখানায় মধ্যাহ্নভোজের পর দুই নেতা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। তিনি উল্লেখ করেন, দুই দলই এ বিষয়ে একমত। এছাড়া তিনি ইসলামি দলগুলোর ঐক্য প্রসঙ্গে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কেন্দ্রে যেন একটি মাত্র ভোট বাক্স থাকে এবং তারা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
চরমোনাইর পির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলাম ও মানবতার পক্ষে সবাইকে একত্রিত হয়ে কাজ করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৈঠকে আলোচনার বিষয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান, দুই নেতা দেশের বর্তমান পরিস্থিতি এবং ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার বিষয়ে একমত হয়েছেন। তাদের মতে, গত ৫৩ বছরে দেশের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে এবং জাতি নতুন পরিবর্তন চায়।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গে আশরাফ আলী উল্লেখ করেন, দুই দলই মনে করে যে এখন কোনোভাবে যেনতেন নির্বাচন করার সুযোগ নেই। এই ঐতিহাসিক বৈঠকটি দুই দলের নেতাদের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে উল্লেখ করা হয়।