ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঐতিহ্য গ্রেফতার
ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম ঐতিহ্য। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নির্বাচিত সদস্য ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিবুল ইসলাম ঐতিহ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজধানী ঢাকার পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেরে বাংলা নগর থানার থেকে জানিয়েছে, রাকিবুল ইসলাম ঐতিহ্যকে গ্রেফতারের কারণ হিসেবে গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে, আজ রাকিবুল ইসলাম ঐতিহ্যকে আদালতে হাজির করা হলে, আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।