‘পারিবারিক জিনের’ কারণে যুক্তরাজ্যেও দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিক দুর্নীতিমুক্ত দেশ যুক্তরাজ্যে থেকেও ‘পারিবারিক জিনের (জেনেটিক)’ কারণে দুর্নীতিতে জড়িয়েছেন। তিনি বলেন, “শেখ হাসিনা দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই।”
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রিজভী দাবি করেন, “শেখ হাসিনা বিদেশে টাকা পাচার করেছেন উন্নয়নের নামে। তার কোনো রাজনৈতিক আদর্শ নেই, শুধু ক্ষমতা ধরে রাখাই তার লক্ষ্য।”
রিজভী আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ন করেছে। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের একার ছিল না, এটি সবার অংশগ্রহণে হয়েছিল। অথচ আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব বিষয় হিসেবে উপস্থাপন করছে।”
রিজভী প্রশ্ন তুলেছেন, “শেখ হাসিনার মতো একজন দুর্নীতিবাজকে ভারত কীভাবে আশ্রয় দিল? এটির পেছনে কী ভিত্তি রয়েছে?” তার বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি কঠোর সমালোচনা এবং দুর্নীতির অভিযোগ বারবার উঠে এসেছে।