রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নাতনিকে পেয়ে মানসিকভাবে অনেকটা চাঙ্গা খালেদা জিয়া  

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবিঃ সংগৃহীত

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারিরীক দিক থেকে মানসিক অবস্থা অনেকটা চাঙ্গা। দীর্ঘদিন পর তিনি নাতনিকে একসঙ্গে পেয়ে মানসিক একাকীত্ব ঘুচে গেছে খালেদা জিয়ার। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ।

লন্ডনে তিনি সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে চিকিৎসার মধ্যে। আরও পরীক্ষা নিরীক্ষা করার পর, পরবর্তী ধাপগুলো কোনটা কখন কীভাবে হবে? তা নির্ধারণ করা হবে।

জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি। এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে লন্ডনে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।

Header Ad
Header Ad

ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের

আবাসিকতা সংকট নিরসনে উপাচর্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীদের আবাসিকতা সংকট নিরসনে হল নির্মাণ ও ছাত্রদের হল সংস্কারের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপাচার্য কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন সময় আবাসন সংকট নিরসনে অনশন ,অবস্থান কর্মসূচি পালন করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। পতিত সরকারের পতনের পর বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে আসন বণ্টন হলেও পর্যাপ্ত সিট না থাকার কারণে দ্বিতীয় বর্ষের ছাত্রীদেরও অপকৃষ্ট পরিবেশে অথবা বিশ্ববিদ্যালয়ের বাহিরে ,মেস হোস্টেল ভাড়া করে থাকতে হয়। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও আর্থিক দুরবস্থার বিষয়টি ঢাকা শহরের পরিবেশে প্রেক্ষাপটে বলাই বাহুল্য।

 সোমবার দুপুরে উপাচার্য কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করে ছাত্রদল

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সপ্তাহে হাজী মুহম্মদ মহসীন হল, মাস্টারদা সূর্য সেন হল, সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনের ভঙ্গুর অবস্থা সবার নজরে এসেছে। হাজী মুহাম্মদ মহসীন হলে ২০৪ নাম্বার কক্ষে ছাদের পলেস্তারা ভেঙে শিক্ষার্থী মাসুদ রানার আহত হওয়ার ঘটনা ১৯৮৫ সালের কালো দিবসের ব্যথাতুর ইতিহাস আবারো মনে করিয়ে দেয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল একমত পোষণ করে জানায়, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জাতীয়তাবাদের ধারক বাহক হিসেবে একটি সত্যিকারের উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও আদর্শ শিক্ষা পরিবেশ প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে । সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ আবাসিক ও শিক্ষার পরিবেশ নিশ্চিতকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। তাই বর্তমানে শিক্ষার্থীরা আবাসিক হল সংস্কার ও পুঃনির্মাণের দাবি জানিয়েছে তার সাথে ছাত্রদল একমত পোষণ করছে।

এছাড়াও আবাসিক হলের সিট সংকট নিরসনে একাধিক আবাসিক ভবন নির্মাণের পাশাপাশি সাময়িক সংকট মোকাবেলায় কিছু ভবন অধিগ্রহণ করে ছাত্রীদের অস্থায়ী আবাসন ব্যবস্থা করা। আবাসিক ছাত্রদের জানমাল নিরাপত্তা বিবেচনায় জড়াজীর্ণ
ভবনসমূহ অতিদ্রুত সংস্কার ও প্রয়োজনবোধে পুঃনির্মাণ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় সংগঠনটি।

স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্ররায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Header Ad
Header Ad

অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা

ছবি : ঢাকাপ্রকাশ

লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে শেখ হাসিনা সরকারের সময় হওয়া লুটপাট থেকে তার সুবিধা পাওয়ার প্রমাণ পাওয়া গেলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১১ জানুয়ারি) সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ওঠে।

এ নিয়ে দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও সরকার দলীয় সংসদ সদস্যদের কয়েকজন টিউলিপের বিনামূল্যের ফ্ল্যাট পাওয়া নিয়ে তার বিরুদ্ধে কথা বলেছেন।

টিউলিপ ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

Header Ad
Header Ad

বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান

বগুড়ায় বিমানবন্দর চালু করার প্রয়োজনীয়তা ও বর্তমান অবস্থান নিয়ে কথা বলেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। ছবি: সংগৃহীত

বগুড়ায় বিমানবন্দর চালু করার প্রয়োজনীয়তা ও বর্তমান অবস্থান নিয়ে কথা বলেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। রবিবার (১২ জানুয়ারি) বগুড়ার বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন।

হাসান মাহমুদ খান জানান, বিমানবন্দরটি চালু করতে হলে সর্বনিম্ন ৬ হাজার ফুট দীর্ঘ রানওয়ে প্রয়োজন। তবে বর্তমানে সেখানে রানওয়ের দৈর্ঘ্য ৪,৭০০ ফুট। প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে এটি দেশের নবম বিমানবন্দর হিসেবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করতে পারে।

তিনি আরও বলেন, আগের সরকারকে বগুড়ার বিমানবন্দর চালুর বিষয়ে একাধিকবার প্রস্তাব দেয়া হলেও সেটি গুরুত্ব পায়নি। তবে নতুন করে সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রস্তাব গৃহীত হলে এবং বাজেট অনুমোদিত হলে স্বল্প পরিসরে বিমানবন্দরটি চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের
অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা
বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান
‘আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন’  
দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত
আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছি: বরখাস্তকৃত সেই দুদক কর্মকর্তা
ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী
জামালপুরে গরু চুরি করে ভূরিভোজ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে  
সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
জবি শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের মত গাজাকে গড়ার আহ্বান ইলন মাস্কের  
হাসিনা আমাদের জন্য অনেক করেছে, তাঁকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা
রাজনীতিতে যোগ দিতে চাই না, আমার লক্ষ্য কুরআনের খেদমত করা: আজহারী
নির্বাচন কমিশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো 'বাংলাদেশ আওয়ামীলীগ’
শাহ আমানত বিমানবন্দর থেকে মানব পাচারকারী আটক  
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি  
দেখা করার অনুমতি নেই জয়েরও, তাহলে হাসিনা কি ভারতে গৃহবন্দি?
রাফিকে চাঁদাবাজ উল্লেখ্য করে স্লোগান, দুই সমন্বয়কের দ্বন্দ্ব প্রকাশ্যে
নাতনিকে পেয়ে মানসিকভাবে অনেকটা চাঙ্গা খালেদা জিয়া