২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
তিনি বলেন, স্বৈরাচার পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেই চিন্তা থেকেই ৩১ দফা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান মেধাবৃত্তিক রাজনীতিতে জোর দিয়েছিলেন। বিএনপি এখনও সেই পথেই হাঁটছে। দলটি তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
