এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত
এতো বড় বড় সংস্কার দরকার নেই। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে সেই পরিবেশ তৈরির সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্তর্বর্তীকালীন সরকারকে এ আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান।
সরকারের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগের মামলায় সাজা দিয়ে, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, তারেক রহমানকে নিয়ে এখনও নানা চক্রান্ত চলছে। দেশের বাস্তবতায় তারেক রহমান উদারনীতির রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ৫ আগস্টের পর প্রতিশোধ না নিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানানোয়, তারেক রহমানের জনপ্রিয়তা এখন অনেক উঁচুতে। সেই নেতা দেশের মাটিতে আসবেন এবং জনগণের পাশে থেকে নেতৃত্ব দেবেন।