বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া

‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হন।

রাত ৮টা ১৫ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে গাড়িতে চড়ে বের হলে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা তার নামে স্লোগান দেন।

বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির, যা রাত ১০টায় ঢাকার বিমানবন্দর থেকে যাত্রা করবে। এই বিমানে প্রথমে দোহা হয়ে খালেদা জিয়া লন্ডনে পৌঁছাবেন। সেখানে ‘লন্ডন ক্লিনিক’-এ তাকে ভর্তি করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

এই সফরে খালেদা জিয়ার সঙ্গে তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দলের নেতৃবৃন্দ, চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তারা আছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, "আমাদের নেত্রীর উন্নত চিকিৎসার জন্য ১৬ কোটি মানুষ দোয়া করছেন। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন।"
প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "খালেদা জিয়া এবং তারেক রহমানকে একসঙ্গে দেশে ফিরে আসতে দেখার অপেক্ষায় আছে দেশের মানুষ।"

খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ারবাসে আধুনিক চিকিৎসার সব সুযোগ-সুবিধা রয়েছে। এটি জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সক্ষম।

২০১৭ সালের জুলাই মাসের পর খালেদা জিয়ার এটি প্রথম বিদেশ সফর। চিকিৎসার জন্য এই সফরকে বিএনপি নেতারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আবেগপূর্ণ হিসেবে দেখছেন।

এই যাত্রায় বিএনপি চেয়ারপারসনের প্রতি নেতা-কর্মীদের আবেগ এবং তার সুস্থতার জন্য দোয়া দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Header Ad
Header Ad

রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  

ছবিঃ সংগৃহীত

রংপুর রাইডার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে গিয়ে তরী ডুবে ফরচুন বরিশালের। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান।

বোলিংয়ে ছিলেন ক্যারিবীয় বোলার কাইল মায়ার্স। তার বলে নুরুল হাসান সোহান তিন ছক্কা আর তিন চারের সাহায্যে ৩০ রান করেন। প্রথম পাঁচ বলে তিন চার আর দুই ছক্কায় সোহান স্কোর বোর্ডে যোগ করেন ২৪ রান। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। সেই বলে ফের ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে হেরে গিয়ে মেজাজ হারান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ঠিক কী কারণে তিনি নিজের রাগ সংবরণ করতে পারেননি সেটি জানা না গেলেও, বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল।

ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় ম্যাচ জেতানো রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষপর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। ওই সময় টিক কী ঘটেছিল এই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে। তামিমের বড় ভাই জানালেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’

অন্যদিকে, উত্তাপ ছড়ানো সেই পরিস্থিতিতে তামিমের পাশে ছিলেন রংপুর দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মায়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

Header Ad
Header Ad

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা

ছবিঃ সংগৃহীত

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে পাঠানো চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র‘ পাঠানো হবে হবে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনাকে ফেরানোর জন্য পাঠানো চিঠি ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এখন বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষা করছে।’

ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে রফিকুল আলম জানান, ‘যদি কারও পাসপোর্ট বাতিল করা হয়, তাহলে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য দেশকে জানিয়ে দেয়। পাসপোর্ট বাতিল হলে ভিসা ইস্যু করা সম্ভব নয়।’

মুখপাত্র জানান, আগামী ২০-২৪ জানুয়ারি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সেখানে তিনি চীনা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর শুভ সূচনা হচ্ছে। এ উপলক্ষে উপদেষ্টার চীন সফর খুব গুরুত্বপূর্ণ।

চীন সফরকালে উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি, শিক্ষা, বাণিজ্য, রোহিঙ্গা ইস্যুর অগ্রগতি পর্যালোচনা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার। যদিও এই বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্যের ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রদানের বিষয়ে তিনি জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে। তার মধ্যে দুজন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।’

Header Ad
Header Ad

৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে চার দিনের গ্যাস সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। মহেশখালীতে অবস্থিত এলএনজি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় অপর একটি এলএনজি টার্মিনাল থেকে দৈনিক ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। তবে তা দেশের চাহিদা পূরণে যথেষ্ট হবে না।

এর আগে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত একই কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। সেই সংকট পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই আবারও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাবে এবং বাসাবাড়ি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে।

এ পরিস্থিতিতে পেট্রোবাংলা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। গ্যাস ব্যবহারকারীদের এই সময় সচেতনভাবে গ্যাস ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা
পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের ১০টি দল গঠন
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি  
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই
শরীয়তপুরের জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার
১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ছে
পিটার হাসের উত্তরসূরি হিসেবে ঢাকায় আসছেন ট্রেসি জ্যাকবসন
ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সারজিসের? যা জানা গেল
নওগাঁ সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফের বৈঠক শুক্রবার
ফের এক বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব
ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল