বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

বিএনপি নেতাকর্মীরা ‘জ্বলে-পুড়ে’ খাঁটি সোনা হয়েছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজনীতিতে গুনগত পরিবর্তন আনার তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকারের পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা চেতনা আমাদের বুঝতে হবে। এভাবে রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গেছে, অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এ জন্য বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও ভাঙতে পারবে না। আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আমীর খসরু এসব কথা বলেন।

রাজনীতি নিয়ে তরুণদের চিন্তা-চেতনাও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা-চেতনা, তরুণদের চিন্তা-চেতনা আমাদেরকে বুঝতে হবে। সেভাবেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।”

বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’

শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ প্রদর্শিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে বড় পর্দায় শর্টফিল্মটি দেখানো হয়, যেখানে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। আমরা মনে করি, জুলাই আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ একসঙ্গে পতন হয়েছে, যা শুরু হয়েছিল আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, আগামীর গণতান্ত্রিক সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্নে আবরারের আত্মত্যাগ চিরস্মরণীয় থাকবে। সেই চেতনা জাগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, “শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতীক হয়ে উঠেছেন। এই শর্টফিল্ম প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়েছে, কীভাবে ফ্যাসিস্ট সরকারপন্থী ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাত।”

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ। ইতোমধ্যে শর্টফিল্মটি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও যশোরের মণিহারসহ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে এটি দেখানো হয়েছে।

এবার বাংলাদেশের দর্শকদের জন্য ইউটিউবে মুক্তি পেয়েছে শর্টফিল্মটি। প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে গঠিত সোশ্যাল এন্টারপ্রাইজ ‘একটিফুল’ জানায়, ১২ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানেল ‘একটিফুল’-এ শর্টফিল্মটি প্রকাশ করা হয়েছে।

 

Header Ad
Header Ad

মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে

মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন (২৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান।

দণ্ডিত আনোয়ার হোসেন টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার নুরু মিয়ার ছেলে।

জানা যায়, টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকার জনৈক বাছের মিয়ার একটি গরু গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। গরুর মালিক বাড়ির পাশেই মরা গরুটি ফেলে রাখেন। শহরের ভাল্লুককান্দি এলাকার লালচান খার ছেলে নুর খা এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন মরা গরুটিকে সেখান সারা রাত পাহারা দেয়।

বুধবার ভোরে তারা মরা গরুটির চামড়া ছিলে রিকশাযোগে ওয়ালটন মোড় বাজারে নিয়ে দিলু মিয়ার মাংসের দোকানে বিক্রি করে। গোপনে খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে নুর খা ও আনোয়ার হোসেনকে আটক করেন এবং দিলু দৌড়ে পালিয়ে যায়।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, গোপনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর খা ও আনোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থিত করা হয়। পরে বিচারক সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান ২ জনকে জিজ্ঞাসাবাদ করে আনোয়ার হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং নুর খা’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেন।

এ সময় টাঙ্গাইলের ভেটেনারি ডাক্তার মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ১৪৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশে ফিরিয়ে আনা ব্যক্তিদের অধিকাংশই ইউরোপে প্রবেশের আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তারা অপহরণ ও নির্যাতনের শিকার হন।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে ৬ হাজার টাকা নগদ সহায়তা, কিছু খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় মেডিক্যাল চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’
মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি
কাফনের কাপড় পরে আন্দোলনে নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা
১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী: মির্জা ফখরুল
র‍্যাবের বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ‘সবাই বসে’ সিদ্ধান্ত নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি
প্রিয়জনকে চুম্বনের যত উপকারিতা  
এরকম একটা ঘরে হয়তো আমার বন্ধুকে আটকে রাখা হয়েছিল, আয়নাঘর নিয়ে ফারুকী
ছাত্রদের নতুন দলের ঘোষণা আসতে পারে ২৪ ফেব্রুয়ারি
বাংলাদেশে এ বছরই আসতে পারে স্টারলিংক  
টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন স্মরণোৎসব বন্ধ  
আসাদের পতনের পর পুতিন ও আল-শারার প্রথম ফোনালাপ  
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার কফিন মিছিল
রোজার আগেই বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারলো ভারত
গোবিন্দগঞ্জের সাবেক এমপি আতাউর রহমান বেলাল আর নেই