আশা করি ভারত সকল ষড়যন্ত্র ত্যাগ করে বন্ধু হিসেবে থাকবে: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টির আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, “অন্তর্বর্তী সরকার যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা আশা করি, ভারত সকল ষড়যন্ত্র ত্যাগ করে আমাদের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করবে। তাদের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই।"
তিনি আরও বলেন, “বাংলাদেশ সৃষ্টিই হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য। আজ দেশের জনগণ ফ্যাসিবাদ বিতাড়িত করেছে এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এই নতুন স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
ভারতের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ওপর হামলা ও জাতীয় পতাকার অবমাননা প্রসঙ্গে তিনি বলেন, “আমি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ভারতের উচিত এমন আচরণ পরিহার করা।”
দুদু উল্লেখ করেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের ভাই। এদেশ কখনো কারো কাছে মাথা নত করেনি এবং করবে না। যে ঘটনা ঘটেছে তা সীমানার ওপারে ঘটেছে, এদেশে নয়।"
আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাগ্রত পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার ইকরামূল খান। আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবীব লিংকন এবং এটিএম গোলাম মাওলা চৌধুরী।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে শামসুজ্জামান দুদুর এই বক্তব্যে দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব ও স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যের আহ্বান উঠে এসেছে।