‘বাংলাদেশি কনস্যুলেটে হামলা প্রতিবেশীদের মধ্যে বিবাদের ঝুঁকি বাড়াচ্ছে’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
সম্প্রতি আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটের ওপর হামলার ঘটনায় প্রতিবেশীদের মধ্যে বিভাজন ও বিবাদের ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তারেক রহমান এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের কিছু মহল থেকে বাংলাদেশকে লক্ষ্য করে উসকানিমূলক মিডিয়া মন্তব্য ও রাজনৈতিক বক্তব্যের সংখ্যা বেড়েছে। এমন একটি ফাঁপা পরিস্থিতি তৈরি হয়েছে যা ভুল তথ্যে পূর্ণ। যা থেকে ক্রমাগত বাংলাদেশ-বিরোধী মনোভাবকে উসকে দেয়া হচ্ছে।
সম্প্রতি আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটের ওপর হামলার উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের ঘটনা প্রতিবেশীদের মধ্যে বিভাজন ও বিবাদের ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি বলেন, আন্তর্জাতিক অংশীজনদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রায় ২০০ মিলিয়ন জনসংখ্যার একটি অস্থিতিশীল বাংলাদেশ কোনো দেশের স্বার্থে নয়। শেখ হাসিনার অপসারণের পেছনে কী কারণ ছিল, তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে মানুষে-মানুষে সম্পর্ক গড়ে তোলা জরুরি এগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো লিখেছেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, তবে আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতির ও আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম ও থাকব। যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত। আমি আমার প্রিয় বাংলাদেশিদের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কোনো প্ররোচনার ফাঁদে না পড়ার আহ্বান জানাই।