ঢাবি ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানাল ছাত্রশিবির
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং নতুন ধারার ছাত্র রাজনীতির বিকাশে জাতীয়তাবাদী ছাত্রদলের এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন এবং দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি।
প্রায় ২৫০ জন নেতা-কর্মী নিয়ে গঠিত এ কমিটিতে রয়েছে ১৬ জন সহ-সভাপতি, ৩৮ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নতুন নেতৃত্ব।