মাওলানা সাদকে দেশে আসতে দিলে অন্তর্বর্তী সরকারের পতন
ছবি: সংগৃহীত
ভারতীয় আলেম ও তাবলীগ জামাতের স্বঘোষিত আমির মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হলে অন্তর্বর্তী সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে বলে সতর্ক করেছেন কওমি আলেম-ওলামারা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে বক্তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্মেলনে পীর মধুপুর মাওলানা আব্দুল হামিদ বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করছে। তবে এই মহাসম্মেলনে গৃহীত সিদ্ধান্তই বাস্তবায়ন করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, যদি মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হয়, তবে সরকারকেও পালাতে হবে।
হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, কওমি আলেমরা এ সরকারকে স্থাপন করেছে, আর কোনো ব্যক্তি বা গোষ্ঠী চোখ রাঙালে তা সহ্য করা হবে না। তাবলীগের নেতৃত্ব শুধুমাত্র আলেমদের হাতেই থাকবে, অন্য কারও হাতে নয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অভিযোগ করেন যে, মাওলানা সাদ ও তার অনুসারীরা বিশ্ব ইজতেমায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। তিনি বলেন, কোনোভাবেই তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী অভিযোগ করেন, মাওলানা সাদ কোরআন-হাদিসের বিরুদ্ধে কুফরি বক্তব্য দিয়েছেন এবং সারা বিশ্বে তাবলীগের মূলধারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি সাদের অনুসারীদের কাদিয়ানী বলে অভিহিত করে বাংলাদেশে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান।
নরসিংদীর জামিয়া কোরআনিয়া বৌয়াকুর মাদ্রাসার মোহতামিম মাওলানা ইসমাইল নুরপুরী বলেন, সাদ অনুসারীদের বাতিল ও বিভ্রান্ত বলেই প্রমাণিত হয়েছে। তিনি বলেন, "আমরা চাই, মাওলানা সাদ বাংলার মাটিতে পা না রাখুন।"
জামেয়া হোসাইনিয়া মিরপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া অভিযোগ করেন, মাওলানা সাদের বক্তব্য ইসলাম প্রচারকের যোগ্য নয়। তার সমালোচনামূলক মন্তব্য নবী ও সাহাবাদের প্রতি অশ্রদ্ধার পরিচায়ক।
সম্মেলনে কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ ও কাকরাইল মসজিদসহ বিশ্ব ইজতেমা মাঠ বাতিলপন্থীদের জন্য ছেড়ে না দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও নয় দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো – মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্ত্বরের ঘটনার বিচার, কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং মাওলানা সাদের বাংলাদেশে আগমন সম্পূর্ণ নিষিদ্ধ করা।
সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা।