জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা
খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানি ১০ নভেম্বর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা থেকে খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিল শুনানি ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
সোমবার (৪ নভেম্বর) খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে গতকাল ৩ নভেম্বর এ মামলায় উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের করা আলাদা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগে শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৫ রায় দেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এ আপিলের ওপর শুনানি শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে আপিল বিভাগে আলাদা দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া।
এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে, হাইকোর্টে করা আপিল শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়া আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আপিলটি ৩ নভেম্বর আদালতের কার্যতালিকায় ওঠে। হাইকোর্টে ২০১৮ সালে খালেদা জিয়া আপিলটি করেন। হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূইয়া ও মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার।
অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায় এবং সাজা বৃদ্ধি করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার ২০১৯ সালে করা পৃথক দুটি লিভ টু আপিল আপিল বিভাগের চেম্বার আদালতে কার্যতালিকায় ৬ ও ৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালত আবেদন দুটি আপিল বিভাগে শুনানির জন্য ১০ নভেম্বর দিন নির্ধারণ করেন। আজ আবার আপিল বিভাগও একই দিন দিলেন।