জিএম কাদের, আনিস ও চুন্নুকে গ্রেপ্তারের দাবি, রোববার মশাল মিছিল
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদবিরোধী জনতা জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এই দাবি করেন তারা জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে। ফ্যাসিবাদবিরোধী জনতার সমন্বয়ক এম এ আরিফের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমন্বয়ক নাজমুল হাসান, তুহিন মাহমুদ ও জহির উদ্দিন।
বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানান এবং আগামী রবিবার মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
এম এ আরিফ বলেন, বর্তমান সরকারের অবৈধ কর্মকাণ্ডে জাতীয় পার্টি ছিল তাদের সহযোগী। আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়নে জাতীয় পার্টি সহায়ক ভূমিকা পালন করেছে। ১৪ জানুয়ারি দিনে ভোটের রাতে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করেছে জাতীয় পার্টি। আর তাদের এই সহায়ক ভূমিকার কারণে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।
বক্তারা আরও বলেন, জিএম কাদের জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে ছাত্র আন্দোলনের পক্ষে থাকার দাবি করেছেন, কিন্তু রংপুরের ছাত্র আবু সাঈদের হত্যাকাণ্ডের পরেও জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করেনি। ফলে হাজারো ছাত্রকে প্রাণ দিতে হয়েছে। ক্ষমতার মোহে জাতীয় পার্টির এই ভূমিকা জাতির জন্য লজ্জাজনক।
বক্তারা জোর দিয়ে বলেন, মেনন ও ইনুর বিচার হতে পারে, তাহলে জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুর বিচার হবে না কেন? জনগণের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার প্রতিষ্ঠার জন্য তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।