বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়: ড. মাসুদ

সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত

ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, একটি চক্র রয়েছে যারা প্রচার করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে। এই অপপ্রচারের জবাবে আমরা বলতে চাই, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিমুক্ত বাংলাদেশ হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হাজারীবাগ পূর্ব থানা জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীলদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. মাসুদ বলেন, ‘সোনার বাংলার জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করতে জামায়াতে ইসলামী কাজ করছে জানিয়ে তিনি বলেন, নৈতিকতা, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরি করার সেরা সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, জামায়াতে ইসলামী আন্দোলন করে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। একটি চক্র রয়েছে যারা প্রচার করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উগ্রবাদে দেশ ধ্বংস হয়ে যাবে।’

তাদের ওই অপপ্রচারের চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উগ্রবাদী মুক্ত বাংলাদেশ হবে।’

জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো তন্ত্রমন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’

ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘জাহেলিয়াত বা অন্ধকার যুগে মানুষ যখন আলো খুঁজছে তখন মানুষ আল্লাহর বিধানের দিকে কোরআনের পথে ধাবিত হয়েছে। এজন্যই আলোর পথ খুঁজে পাওয়া গেছে। তাই কোরআনের পথে ফিরে এলেই বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্র।’

ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর সাহায্য ও বিজয় উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহ নিজে কোরআনে বলেছেন যখন আমার সাহায্য ও বিজয় তোমরা পাবে তখন মানুষ দলে দলে তোমাদের দিকে ছুঁটবে। আজকে মানুষ জামায়াতে ইসলামীর দিকে ছুঁটছে দেখে অনেকেই হতাশায় ভুগছে।’

তাদেরকে আল্লাহর বাণী বিশ্বাস করার আহ্বান জানিয়ে ড. মাসুদ বলেন, ‘জামায়াতে ইসলামী মনে করে এখন মহাসমাবেশ করার সময় নয়, এখন ছাত্র-আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহত ভাই-বোনদের চিকিৎসা সহ সার্বিক খোঁজ-খবর রাখতে হবে। আর জামায়াতে ইসলামী সেটাই করছে। তিনি উপস্থিত দায়িত্বশীলদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিনের শূরা সদস্য ও হাজারীবাগ পূর্ব থানা আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং হাজারীবাগ পূর্ব থানা সেক্রেটারি হাসান আল বান্নার পরিচালনায় অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও হাজারীবাগ-কামরাঙ্গীচর জোনের পরিচালক প্রফেসর নুর নবী মানিক, সহকারী পরিচালক শরিফ উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবদুল বারী আকন্দ ও আশরাফুল ইসলাম ফারুক।

এছাড়াও শফিকুল ইসলাম সান্টু, ইঞ্জিনিয়ার এনামুল হক, মো: ইউসুফ খান, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফয়সাল, আশিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানা গেল কবে-কোথায় বাড়বে শীত

ফাইল ছবি

গোটা দেশজুড়ে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিনে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে, যার ফলে শীতের অনুভূতি বেড়েছে। এই পরিস্থিতিতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু অঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি তাপমাত্রা কমে যাওয়ায় শৈত্যপ্রবাহের আভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, জানুয়ারির বাকি সময়টাতে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কিছু এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি আরো জানান, ২৮ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আগামী দুই দিন (২৪-২৫ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। তবে, রোববার (২৬ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীর বাঘাবাড়ীতে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের অনুভূতি অব্যাহত থাকবে।

Header Ad
Header Ad

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের শেষের দিকে বা ২৬ সালের শুরুতে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ইসি মাছউদ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।’

তিনি আরও বলেন, ‌‌‘সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।'

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

সভায় পটুয়াখালী জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মাদক কারবারি আনোয়ারের স্ত্রীকে গ্রেফতার, স্বামী পলাতক

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে জনতার ধাওয়া খেয়ে চোলাই মদ অটোরিকশাতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার একদিনের মধ্যে মাদক কারবারি আনোয়ার হোসেনের স্ত্রী খালেদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে তাকে টাঙ্গাইল আদালত প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী আনোয়ার এখনো পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি খালেদা বেগম ও পলাতক তার স্বামী আনোয়ার হোসেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ স্থানীয়তের বরাতে জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারি সঙ্গে জড়িত।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান- মাদক, জুয়া, বাল্য বিয়ে ও ইভটিজিং রোধে আমরা জিহাদ ঘোষণা করেছি। তারইধাহিকতায় গত বুধবার সকালে চিতুলিয়াপাড়া এলাকায় স্থানীয় জনতা উদ্বুদ্ধ হয়ে ৩০ লিটার মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদক কারবারি খালেদা ও তার স্বামী আনোয়ার পালিয়ে যায়। পুড়িয়ে দেয় অটোরিকশা।

তিনি আরও জানান, এরপর ঘটনার দিন বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি খালেদাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া তার স্বামীকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ২২ জানুয়ারি সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের একটি মসজিদের সামনে থেকে অটোরিকশা থেকে ১০ ব্যাগ চোলাই মদ উদ্ধার করে জনতা। পরে মাদক কারবারি স্বামী-স্ত্রী পালিয়ে যায় এবং অটোরিকশা আগুনে পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জনতার হাতে উদ্ধার ৩০ লিটার দেশিয় বাংলা চোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালায় পুলিশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানা গেল কবে-কোথায় বাড়বে শীত
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে
টাঙ্গাইলে মাদক কারবারি আনোয়ারের স্ত্রীকে গ্রেফতার, স্বামী পলাতক
টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লেবু বাগানে মিলল মরদেহ
শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই পাওয়া যাচ্ছে খোলাবাজারে!
ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক  
ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি
হলিউডে অভিনয় করার বিষয়ে যা বললেন জায়েদ খান
১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর গ্রেপ্তার
এবার ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী, জানাবেন অজানা তথ্য
অন্তর্বর্তী সরকারের সংস্কার ১০ বছরেও শেষ হবেনা: মির্জা ফখরুল
ভারতে স্ত্রীকে হত্যার পর প্রেসার কুকারে রান্না করলেন সাবেক সৈনিক
ফিদা হুসেনের চিত্রকর্ম জব্দের নির্দেশ  
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার  
রমজানের খেজুর ও ছোলা কিনতে হিমশিম খেতে পারে সাধারণ মানুষ  
চুরির টাকা ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা  
পণ্যের দাম বাড়লে অধিকাংশ মানুষ ধরে নেয়, দেশটা ভালো নেই: হাসনাত  
ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর  
এবার মালয়েশিয়ার নম্বর থেকে আসলো হুমকি বার্তা