দীর্ঘদিনের জঞ্জাল সংস্কারে সরকারকে সময় দিতে হবে: মেজর হাফিজ
মেজর হাফিজউদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীন আহমদ বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল, অর্থনীতির ক্ষতি কাটিয়ে উঠা এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সময় দিতে হবে। সংস্কার করে সরকার একটি যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে বলে আশা করেন তিনি।
শনিবার (২৪ আগস্ট) দলের নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমদ। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত। এ কারণেই দেশের মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা নিশ্চিত করবে।
একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাঁধের পানি ছাড়া নিয়ে মিথ্যাচার করেছে ভারত। বড় দেশ বলে যা ইচ্ছা তাই করবে, সেটা করতে দেওয়া হবে না।
‘ছোট পিঁপড়াও সিংহকে পরাজিত করেছিল’ জানিয়ে তিনি বলেন, ছোট দেশ হলেও এমন কিছু আমরা করতে পারি যাতে ভারতে সংহতি টিকে থাকা দায় হবে। ছোট পিঁপড়াও সিংহকে পরাজিত করেছিল। বন্ধুত্বের কথা বলে ভারতের প্রভুত্ব চলবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। শুধু আবেগ দিয়ে দেশ গড়া যাবে না, অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে।