ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিতের আইডি হয়ে গেল রমজান আলী
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস তার ফেসবুক অ্যাকাউন্টের নাম পাল্টে রমজান আলী রেখেছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সনজিতের নাম পরিবর্তনের বিষয়টি দেখা যায়। এর আগে সনজিত ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে সনজিতের আইডির ইউআরএলে এখনও সনজিত দাস লেখাটি আসছে। ২০১৮ সালের জুলাই মাসে ঢাবি ছাত্রলীগের নেতৃত্বে আসেন তিনি। সনজিত ঢাবির আইন বিভাগের ৩৭ ব্যাচের ছাত্র ছিলেন। তবে তিনি ধর্ম পরিবর্তন করেছেন বলে কোন তথ্য পাওয়া যায়নি।
সনজিতে নাম পরিবর্তনের বিষয়টি প্রচার করে অসংখ্য ফেসবু্ক ব্যবহারকারীকে প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফা দাবির মুখে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সনজিতকে প্রকাশ্যে দেখা যায়নি। এর আগে সনজিত চন্দ্র দাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।
এতে সনজিত চন্দ্র দাসকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৯ ভুক্ত ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা নির্ধারিত বেতনে সুযোগ সুবিধা প্রদান করা হয়। সনজিতের পরিবর্তিত ফেসবুক অ্যাকাউন্টে পুরনো প্রচারকৃত বিষয়াবলি দেখা গেলেও সাম্প্রতিক সময়ের বিষয়াবলি দেখা যাচ্ছে না।