বিএনপির সমাবেশে যা বললেন খালেদা জিয়া ও তারেক রহমান
খালেদা জিয়া ও তারেক রহমান। ছবি: সংগৃহীত
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। সমাবেশ শুরুর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমাবেশ চলাকালে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে অনলাইনে যুক্ত হয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এসময় খালেদা জিয়া বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপন সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শতশত শহীদদের জানাই শ্রদ্ধা।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। এ সময় চলামনা পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না।
বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আপনারা আপনাদের প্রতিবেশী, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।
তারেক রহমান বলেন, ক্ষমতায় টিকে থাকতে গণহত্যাকারী শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করেছে। পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশের একটি গোষ্ঠী সংস্থাটির মনোবল ভেঙে দিতে কাজ করছে। দেশের প্রতিটি মানুষ যে বিশ্বাসের হোক তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সকলের। দেশকে আমলা নির্ভর ও বৈদেশিক ঋণ নির্ভর থেকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, স্বৈরাচার মুক্ত দেশ প্রথম ধাপ অর্জিত হয়েছে, এখন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।
এদিকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সরেজমিনে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়েই নেতাকর্মীদের ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তাদের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন দেখা গেছে। স্লোগানে মুখরিত পুরো এলাকা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।