কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ছবি: সংগৃহীত
কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে তিনি মুক্তি পান।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শ্রাবণ গণমাধ্যমকে বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের কোটি কোটি ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা জানাই।
এর আগে গত ১৬ জুলাই রাতে রাজধানীর আফতাব নগরের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় শ্রাবণকে। এরপর মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।