আওয়ামী লীগে ছাত্র বিষয়ক সম্পাদক পদ সৃষ্টির দাবি জানালেন সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্য
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগে ছাত্র বিষয়ক সম্পাদক পদ সৃষ্টির দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট ঘিরে তিনি এই দাবিতে বেশ সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অফলাইনে তিনি এবিষয়ে লেখালেখি নিয়মিত করছেন।
এবিষয়ে তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশে চলমান পরিস্থিতিতে ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের দূরত্ব ফুটে উঠেছে। এইজন্য সার্বিক দিক বিবেচনায় এখন সময়ের দাবি আওয়ামী লীগ ছাত্র বিষয়ক পদ সৃষ্টি করা। কেননা এই পদ সৃষ্টি হলে যেমন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে যোগাযোগ করা যাবে। তেমনি সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পর্ক বৃদ্ধিতে পরামর্শ প্রদান ও দেখভাল করতে পারবে ছাত্র বিষয়ক সম্পাদক। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন বিষয়টি বিশেষ বিবেচনা করে পদ সৃষ্টি করা। কেননা মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক হিসেবে যেমন দিকনির্দেশনা দেন তেমনি সরকার প্রধান হিসেবেও ব্যস্ত সময় পার করেন। তাই এই পদ এখন সময়োপযোগী দাবি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ৮১ জন। এখানে, যুব ও ক্রীড়া সম্পাদক, মহিলা ও শিশু সম্পাদক, তথ্য সম্পাদক সহ আরও অনেক সম্পাদক আছে। এই সম্পাদক দের নিয়ে আছে একটি করে উপকমিটি। তবে নেই কোন ছাত্রবিষয়ক সম্পাদক পদ৷ এই পদ সৃষ্টি হলে অনেক সংকট কাটবে বলে তিনি মন্তব্য করেন।