সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে: জাফরুল্লাহ
সম্মিলিতভাবে রাস্তায় নামতে না পারলে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘সময় বেশি নাই, গণতন্ত্র রক্ষা, আইনের সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করতে হবে, নতুবা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।’
বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, ‘আপনি বলেছেন-মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা দিবেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন পর গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন, আপনি কি তার হাসপাতাল বাবদ চিকিৎসা বিল পরিশোধ করবেন? প্রধানমন্ত্রী আপনি কিছু কিছু ভালো কাজ করেছেন যেমন-মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু এখানে দুইটা কাজ ভুল করেছেন। একটা হলো আব্দুল কাদের মোল্লা, আরেকটা দেলোয়ার হোসেন সাঈদীর ক্ষেত্রে। এই দুজনের বিচারটা সঠিক হয়নি। এ জন্য আপনি যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী বিচারকরা।’
তিনি বলেন, আব্দুল কাদের মোল্লা যাকে কসাই কাদের বলে ফাঁসি দিয়েছেন। তিনি ছাত্র ইউনিয়ন করতেন। এখনও মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ বেঁচে আছেন। তাদেরকে সাক্ষী হিসেবে চেয়েছিলেন কিন্তু বিচারক তাদেরকে ডাকেনি। দেলোয়ার হোসেন সাঈদী আমার প্রিয় মানুষ না। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে- হুমায়ূন আহমেদের বাবা (পুলিশ অফিসার) কে হত্যা করেছেন। কিন্তু হুমায়ূন আহমেদের মা একটা বই লিখেছেন সেখানে তিনি দেলোয়ার হোসেন সাঈদীকে অভিযুক্ত করেন নাই। তিনি এখনও জেলে আছেন। এটা খুবই খারাপ কাজ। যেমন ভাবে আপনি (শেখ হাসিনা) খালেদা জিয়াকে অন্যায় ভাবে আটকে রেখেছেন। এটাও ঠিক না।’
জাফরুল্লাহ বলেন, শুধু তাই নয় আলেম-ওলামা, মমিনুল হক বাদে যাদেরকে আটক করে রেখেছেন তারাও নির্দোষ। তাদেরকেও জামিন দেওয়া উচিত।
আলেম সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাস্তায় নামুন, যদি রাস্তায় নামেন, তাহলে আমিও আপনাদের সাথে থাকব। হাইকোট ঘেরাও করতে হবে।’
এমএইচ/এসআইএইচ