বিএনপি নেতা আলালকে দেখতে গেলেন গয়েশ্বর
ছবি: সংগৃহীত
সদ্য কারামুক্ত হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আলালের বনানীর বাসায় দেখতে যান তিনি। এ সময় আলালের শারীরিক অবস্থার পাশাপাশি তার পরিবারের খোঁজ-খবর নেন বিএনপির এই নেতা।
অন্যদিকে ফোন করে আলালের খোঁজ নিয়েছেন আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও।
দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন মোয়াজ্জেম হোসেন আলাল।
মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে রক্তসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা শুরু হবে।