শরিকরাও আসন পাবে : ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্রসহ ৪৮ জনকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এদের মধ্যে শরিক দলও আসন পাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ৪৮টি আর জাতীয় পার্টি দুটি আসন পাবে। আমাদের শরিক দলগুলোও পাবে সংরক্ষিত আসন। বুধবার আওয়ামী লীগের বোর্ড মিটিং হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। তিনি প্রার্থীর তালিকা চূড়ান্ত করবেন।’
মিয়ানমার ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক। অস্ত্র নিয়ে প্রবেশের কোনো ঘটনা থাকলে খতিয়ে দেখা হবে।’
সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘মঈন খান পিটার হাসের সঙ্গে দেখা করেছে, তাতে আমাদের কী? দেখা করতেই পারেন।’
বিএনপি ক্রমাগত মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে তাদের ১৩ জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। জেলে বন্দি অবস্থায় কী মৃত্যু হতে পারে না? বিএনপির তালিকা দেয়া উচিত কে কে মারা গেছে।’
উল্টো বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা গুম খুন হয়েছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচানোর কথা বললেও বিএনপি দেশ ধ্বংস করছে, মানুষ মারছে। সব হিসাব দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। পুরানো সেই সুরে, কে যেন আবার ডাকে। কিন্তু এত চক্রান্তের মধ্যেও এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী কাল বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে সংরক্ষিত আসন কারা পেতে যাচ্ছে।’