টাকা খেয়ে খারাপ লোকের নাম পাঠাচ্ছে নেতারা: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
চলমান স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নেতাদের উদ্দেশে বলেন টাকা খেয়ে তারা খারাপ লোকদের নাম পাঠাচ্ছে।
‘মনোনয়নে ভুল হয় কেন? খারাপ লোকদের নাম হয় জনপ্রতিনিধি, না হয় নেতারা পাঠাচ্ছেন। আজকে ভুল নাম পাঠাচ্ছে। অনেক সময় ভুল মনোনয়ন হচ্ছে, আমরা পরে সংশোধন করছি। বিতর্কিত লোকদের নাম পাঠাচ্ছে অনেক জায়গায়। অনেক জায়গায় অনেকে টাকা পয়সা খেয়েও এসব নাম পাঠাচ্ছে। কাজেই এদের ব্যাপারে সাবধান থাকতে হবে, সর্তক থাকতে হবে। তা না হলে এত অর্জন ম্লান হয়ে যাবে,’ তিনি বলেন।
রবিবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এত উন্নয়ন, এত অর্জন। জনগণ ভোট না দিয়ে যাবে কোথায়? এই মানসিকতা যাদের তারা আওয়ামী লীগের ক্ষতি করছে। মানুষ কি আমাদের কর্মচারি? আমরা কি জমিদার? মানুষ কি ভোট দিতে বাধ্য? শেখ হাসিনা উন্নয়ন করবে আর আপনি ক্ষমতার দাপট দেখাবেন, খারাপ ব্যবহার করবেন। মানুষ কেন আপনার সঙ্গে থাকবে? জায়গায় জায়গায় এসব অপকর্মকারী দলের সঙ্গে শত্রুতা করছে।’
ইউনিট কমিটি গঠণের ক্ষেত্রে নেতাদের নির্দেশ দিয়ে বলেন, দয়া করে কমিটিটা যথাযথ ত্যাগী লোক দিয়ে করবেন, মুখ দেখা মুখ চেনা লোকদের দিয়ে করবেন না। যারা সত্যিকারের ত্যাগী তাদের দিয়ে করবেন। অপকর্মকারীদের কোন অবস্থায় কোন কমিটিতে যেন না নেওয়া হয়।
‘জাতীয় নির্বাচনের আর দুই বছরও বাকি নেই। সেজন্য আমাদের খুব সর্তকতার সঙ্গে চলতে হবে। শেখ হাসিনার উন্নয়ন আমাদের আচারণ এই দুটো মিলিয়েই ব্যাটে বলে সংযোগ হলে তবেই আগামী নির্বাচনে জিতব,’ তিনি বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে বাংলাদেশের স্বাধীনতার আদর্শকে বাঁচাতে হবে।
আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের প্রাণ দু:সময়ের নেতাকর্মীদের বাচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে বিতর্কিত ব্যক্তিদের আওয়ামী লীগে টানা যাবে না।
এসএম/এমএমএ/