ভোট দিয়ে যা বললেন ওবায়দুল কাদের
ভোট দিলেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোট দিয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে যতোগুলো কেন্দ্রের খবর নিয়েছি, জানতে পেরেছি সুন্দর ভোট হচ্ছে।
বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভোট বর্জন এটাই প্রমাণ করেছে ভোটাররা তাদের বর্জন করেছে। সারাদেশে যে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে- যারা ভোট বর্জন করতে নাশকতার আশ্রয় নিয়েছে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে, ভোটারেরা তাদেরই বর্জন করেছে।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রাণ হচ্ছে নির্বাচন। নির্বাচন হতে হবে প্রতিযোগিতামূলক। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে- এটা আমাদের গণতন্ত্রের জন্য সুখবর। নির্বাচন যতো বেশি প্রতিযোগিতামূলক হয় ততোই ভালো।
নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, আপনারা এতো সাংবাদিক এখানে এসেছেন আপনারাই দেখেছেন কতটা শান্তিপূর্ণ। বিপুল সংখ্যক নারী পুরুষ ভোট দিচ্ছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে। দেশের ২৯৯ টি আসনে সকাল আটটায় শুরু হয় ভোট উৎসব। বিরতিহীন ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। প্রায় ১২ কোটি ভোটার নিজেদের রায়ে বেছে নেবেন নিজে নিজ এলাকার জনপ্রতিনিধি।