সরকার তলে তলে সকল আসনে এমপি সিলেক্ট করেছে : মুফতী রেজাউল করীম
ছবি: সংগৃহীত
সরকার তলে তলে সকল আসনে এমপি সিলেক্ট করে এখন আন্তর্জাতিক সমর্থন আদায়ে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
গতকাল শনিবার বিকেলে ঢাকায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিছু কিংস পার্টি ও গৃহপালিত দল নিয়ে কথিত নির্বাচনী বৈতরণী পার হতে যাচ্ছে। এবার নির্বাচন হচ্ছে নৌকা-স্বতন্ত্র-ডামি নৌকা-বিদ্রোহী নৌকার চরিত্রে নাটকে অভিনয় করছে। এভাবে নির্বাচনের নামে তামাশার কোনো মানে হয় না।’
ইসলামী আন্দোলনের আমীর শিক্ষা কারিকুলাম সম্পর্কে বলেন, ‘নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে বিরানব্বই ভাগ মানুষের চিন্তা-চেতনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে।’
দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও খন্দকার গোলাম মাওলা, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও আশরাফুল আলম, সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ ও মুহাম্মদ ইমতিয়াজ আলম, আফতাব উদ্দিন, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, হারুন অর রশিদ, এবিএম জাকারিয়া, জান্নাতুল ইসলাম, আব্দুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, কেফায়েতুল্লাহ কাশফী, দেলাওয়ার হোসাইন সাকী, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, মাওলানা এম হাসিবুল ইসলাম, জি এম রুহুল আমিন, নূরুল ইসলাম আল আমীন, বরকতউল্লাহ লতিফ, নুরুল করীম আকরাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, মাওলানা আরিফুল ইসলাম, ডা. দেলোয়ার হোসেন।