অস্বাভাবিক আয় বেড়ে যাওয়া প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
যেসব প্রার্থীর অস্বাভাবিক আয় বেড়েছে তাদের বিরুদ্ধে নির্বাচনের পরে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রার্থীদের আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেয়া হবে। এই মুহূর্তে ব্যবস্থা না নিতে পারলেও নির্বাচনে পরে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে তিনি এমন ইঙ্গিত দেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো প্রার্থীই নির্বাচন বয়কট করবে না। এবারের নির্বাচনে কনভেন্স করে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে চায় বলেও জানান তিনি।
ওবায়দুল কাদেরবলেন, আওয়ামী লীগ এবারের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানসহ ১১টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চায় আওয়ামী লীগ।
জনসমর্থন না থাকার কারণেই বিএনপির আন্দোলনে মরীচা ধরেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন থাকলে কোনো দল চোরাগোপ্তা হামলা করত না। বিএনপির জনসমর্থন না থাকায় তাদের কোনো আন্দোলনই সফল হচ্ছে না। নির্বাচন বর্জন করে বিএনপি নেতারা এখন বিদেশিদের কাছে নেতিবাচক মন্তব্য করছেন বলেও অভিযোগ করেন তিনি।