নির্বাচন কমিশন করেও শেষ রক্ষা হবে না: ফখরুল
নির্বাচন কমিশন গঠন করে সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আওয়ামী লীগ সেদিন বাকশাল গঠন করেছিল নিজেদের বাঁচানোর আশায়, শেষ রক্ষা হয়নি তেমনি আজকে নির্বাচন কমিশন গঠনে আইন পাশ করেও তাদের শেষ রক্ষা হবে না।'
তিনি বলেন, এই সংসদের নির্বাচন কমিশন গঠনের জন্য আইন পাশের কোন এখতিয়ার নেই। এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা এই আইন মানি না। শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনের প্রশ্নই উঠে না, আমরা আরেকবার বাকশাল চাই না। বাকশাল হতে দিব না। নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে বলে যোগ করেন তিনি।
আওয়ামী লীগ ২৪ ঘন্টা মিথ্যা কথা বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই লুটপাট করে। এখনো লুটপাট করছে। ২৪ ঘন্টা মিথ্যা কথা বলে সত্য কথা তাদের অভিধানে নেই।'
এদিকে, অনুষ্ঠানে উপস্থিত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'করোনা বেশিদিন থাকবে না, করোনা বিদায়ের আগে আপনাকে বিদায় নিতে হবে। করোনার পর বিদায় হলে সেটা হবে ভয়াবহ। আমরা আপনাকে ক্ষমা করবো সে ব্যাপারে অঙ্গীকারবন্ধ। তবে দেশের আপাময় জনগণ ক্ষমা করবে কী না সেটা জানা নেই।'
এ সময় খালেদা জিয়ার কাছে ক্ষমা চাইতে বলে বলেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'তাকে বলুন আপনি চিকিৎসার জন্য বিদেশে যান, সুস্থ হোন। তাকে বলুন (খালেদা জিয়া) আসুন যৌথভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করি। তাহলে দেশের জনগণ সম্মান না করলেও অসম্মান করবে না বলে আমার বিশ্বাস।'
এমএইচ/কেএফ/