দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি। তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় রিমোট কন্ট্রোলে নয়, মানুষকে সরাসরি মোকাবিলা করতে তারেক রহমানের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ রিমোট কন্ট্রোল নেতার কথা মানবে না। ৭ জানুয়ারির নির্বাচনে জয় লাভ করে আওয়ামী লীগ আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, গুপ্ত হামলা বন্ধ করুন। না হলে জনগণ আপনাদের ধরে ধরে বিচার করবে, প্রতিহত করবে। গণশাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন।
আওয়ামী লীগের তথাকথিত ডামি প্রার্থীর প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেই একটি ডামি দল। ভুঁইফোড় ও দুর্নীতিবাজদের নিয়ে জিয়াউর রহমানই বিএনপি দলটি বানিয়েছিলেন। জন্মগতভাবেই গণতন্ত্র হত্যাকারী ও নির্বাচন বিরোধী দল হলো বিএনপি।
এ সময় নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সিলেটের জনসভায় যোগ দিতে সাধারণ যাত্রীর মতোই টিকিট কেটে বিমানে উঠেছেন তিনি। তার সঙ্গে যারা গেছেন, সবাই যার যার টিকিট কেটেছেন। সরকারি কোনো খরচে সিলেট যাওয়া-আসা করেননি শেখ হাসিনা। সেখানেও সার্কিট হাউজের ভাড়া দিয়েছেন। দলীয় পতাকা নিয়ে সভাস্থলে গিয়েছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং আচরণবিধি মেনে চলার ব্যাপারে আওয়ামী লীগ কতটা গুরুত্ব দেয় তার প্রমাণ আমরা দিয়েছি।
উল্লেখ্য, বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।