ঈগল প্রতীক পেলেন ব্যারিস্টার সুমন
ঈগল প্রতীক পেলেন ব্যারিস্টার সুমন। ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীক পেয়েছেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। সেখানে সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আজ দুপুর ১২ টায় নিজের নির্বাচনী পোস্টার শেয়ার করেছেন ব্যারিস্টার সুমন। সেখানে তিনি লিখেছেন ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। সকলের দোয়া ও সহযোগিতা চাই।’
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-৪ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেন ব্যারিস্টার সুমন। পরে রবিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে হবিগঞ্জ-৪ আসনে চুড়ান্ত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন মো. মাহাবুব আলী।
এদিকে মনোনয়ন না পেয়ে এক প্রতিক্রিয়া ব্যারিস্টার সুমন স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকতো; তাহলে নেত্রী (শেখ হাসিনা) যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করবো।