আজকালের মধ্যে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকালের মধ্যে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
স্বতন্ত্র প্রার্থীদের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আমাদের স্ট্র্যাটেজি, ইলেকশন স্ট্র্যাটেজি (নির্বাচনী কৌশল)। এটা তো ওপেনলি (সরাসরি) আমাদের জোটের চেয়ারম্যান বলে দিয়েছেন। কাজেই ওই সিদ্ধান্তে নতুন করে পরিবর্তন নেই।’
নাশকতায় জামায়াতকে বিএনপি পাশে চায় বলে আগাম তথ্য আছে জানিয়ে ওবায়দুর কাদের বলেন, ‘১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বিএনপি।’
তিনি বলেন, ‘বিশ্বে বিশুদ্ধ গণতন্ত্র বিরল। এরপরও শত বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মুখেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা সেই গণতন্ত্রের হাল ধরেছেন। সে কারণে কিছু ত্রুটি বিচ্যুতির পরও আমরা গণতন্ত্র বিকাশের পথে এগিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে। জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাতে একপর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দেবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম।’
বিএনপি অফিসে তালা লাগানো প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেরাই তালা লাগিয়েছে। সাহস থাকলে বের হয়ে আসুক।’
এ সময় নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী দল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিরোধী দল দাঁড়িয়ে যাবে। তৃণমুল বিএনপি-তারা তো বড় জোট। সুপ্রিম পার্টি। আরো অনেকে আছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।’